Home 3rd Featured নিউইয়র্কে পবিত্র ঈদুল ফিতরের জামাত কখন কোথায়

নিউইয়র্কে পবিত্র ঈদুল ফিতরের জামাত কখন কোথায়

Mukto Chinta
0 comment 491 views

পবিত্র ঈদুল ফিতর সমাগত। চাঁদ দেখা সাপেক্ষে ২১ অথবা ২২ এপ্রিল নিউইয়র্কে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। রোজা ২৯টি হলে ঈদ হবে ২১ এপ্রিল শুক্রবার আর রোজা ৩০টি হলে ঈদ হবে ২২ এপ্রিল শনিবার। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপনের জন্য নিউইয়র্কেও নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শেষ মুহুর্তের কেনাকাটাও সেরে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। গ্রোসারিগুলোতে গেল কয়েকদিন ছিল উপচেপড়া ভিড়। চাঁদ রাতেও কেনাকাটা সারেন অনেকে।

নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে ঈদকে ঘিরে মেহেদি উৎসবেরও আয়োজন করা হয়েছে। সবাই আশা করছেন, এবারের ঈদ ঘরে ঘরে বয়ে আনবে অনাবিল আনন্দ। কারণ করোনার পর এবার স্বাভাবিক পরিবেশে ঈদ হচ্ছে। ২০২০ সালে লকডাউনের কারণে ঈদের জামাত করা সম্ভব হয়নি। গতদুই বছর কড়াকড়ি এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নিউইয়র্কে ইতোমধ্যে বিভিন্ন মসজিদের পরিচালনা পরিষদের পক্ষ থেকে ঈদের নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে এনওয়াইপিডি। বিভিন্ন ঈদের জামাতে নিউইয়র্কের জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। মুসলিম কমিউনিটি ও বিভিন্ন মসজিদের পক্ষ থেকে, নিউইয়র্ক স্টেটের ডেপুটি গভর্নর, মেয়র এরিক অ্যাডামসসহ নির্বাচিত জনপ্রতিনিধিদেরআমন্ত্রণ জানানো হয়েছে। জ্যামাইকা, জ্যাকসন হাইটস, কুইন্স ভিলেজ, হলিস, সাউথ জ্যামাইকা, ওজন পার্ক, রিচমন্ড হিল, পারসন্স, উডসাইড, এস্টোরিয়া, ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটনের বিভিন্ন মসজিদ এবং নিউইয়র্ক স্টেটের বিভিন্ন এলাকায় যেখানে মুসলিম কমিউনিটি ও মসজিদ আছে, সেসব এলাকায় ঈদের জামাতের ব্যবস্থা করা হচ্ছে। নিউইয়র্ক ছাড়াও নিউজার্সি, কানেক্টিকাটসহ বিভিন্ন স্টেটে যেখানে মুসলমানরা রয়েছেন, সেখানেও ঈদের জামাতের আয়োজন করা হবে।

নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে জ্যামাইকার টমাস এডিসন হাইস্কুলের মাঠে। সেখানে একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়। ইতিমধ্যে সেখানে ঈদের নামাজের ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষ অনুমোদনও পেয়েছে। সেখানে নামাজের আনুষ্ঠানিকতা শুরু হবে সকাল সাড়ে আটটায়। যদি বৃষ্টি হয়, তাহলে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে মসজিদে। সে ক্ষেত্রে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলো হবে সকাল ৮টা, ৯টা ও ১০টায়। এখানে পুরুষের পাশাপাশি নারী ও শিশুদের জন্যও নামাজের ব্যবস্থা থাকবে।

এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। আল আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগের জ্যামাইকার সুজান বি এন্থনীর মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই ঈদের জামাত হবে সেখানকার প্লে গ্রাউন্ডের মাঠে। নামাজ হবে সকাল নয়টায়। প্রায় পাঁচ হাজারের বেশি মানুষ সেখানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

১৪৮ স্ট্রিটে দারুস সালাম মসজিদের উদ্যোগের মসজিদের নিজস্ব ভবনে চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে সাতটায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায়, তৃতীয় জামাত সকাল সাড়ে নয়টায় এবং চতুর্থ জামাত সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ছাড়া অন্যান্য সব জামাতে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকবে।

জ্যাকসন হাইটসে ডাইভারসিটি প্লাজায় নিউইয়র্ক ঈদগাহর উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ছয়টি। সকাল সাতটা থেকে জামাত শুরু হবে। এরপর প্রতি এক ঘণ্টা পরপর ঈদের জামাত হবে। বৃষ্টি হলে কাবাব কিংয়ের দোতলায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সেখানে পরপর ছয়টি জামাতের ব্যবস্থা করা হবে।

ওজনপার্কের আল ফুরকান মসজিদে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে ৭৭ এ্যান্ড গ্ল্যানেমার এভিনিউ, ওজনপার্কে নামাজের ব্যবস্থা করা হয়েছে। এখানে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল আটটায় আর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়।

আল কুবা ইসলামিক সেন্টার অব জ্যামাইকার উদ্যোগে সাউথ জ্যামাইকার পিএস ৫০ স্কুলের মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সেখানে প্রায় এক হাজার মানুষের নামাজের ব্যবস্থা করা হয়েছে। এখানে এবার তৃতীয়বারের মতো জামাত অনুষ্ঠিত হবে। সকাল আটটায় একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে ঈদের জামাত হবে তিনটি। সে ক্ষেত্রে প্রথম জামাত হবে সকাল সাড়ে সাতটায়, দ্বিতীয় জামাত সকাল সোয়া আটটায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সোয়া নয়টায়।

রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার ইনকের উদ্যোগে জ্যামাইকার মারকোনি পার্কে পিএস-৪৮-এ সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এটি ১৫৭ স্ট্রিট এবং ১০৮ অ্যাভিনিউ। ঈদের জামাত পরিচালনা করবেন রিয়াজুল জান্নাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলাম। এই মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, নামাজে মুসল্লিদের নিজস্ব জায়নামাজ নিয়ে যেতে হবে। যদি কারো চেয়ার লাগে, তাকে চেয়ার নিয়ে যেতে হবে। মাস্ক পরতে হবে। বৃষ্টি হলে মসজিদের ভেতরে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। একটি জামাত হবে সকাল সাড়ে সাতটায়, অন্যটি সকাল সাড়ে আটটায়। পুরুষদের জন্য গেট নম্বর ১, ১০৮ অ্যাভিনিউ ১৫৬/১৫৭ স্ট্রিট এবং মহিলাদের জন্য গেট নম্বর ২ ও ৩, গেট ৩ স্কুলের পাশে।

ইস্ট এলমহার্স্টে ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ এ্যান্ড মুসলিম সেন্টারের উদ্যোগে পিএস ১২৭ এর মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। একটি জামাতের জন্য সময় নির্ধারণ করা হয়েছে সকাল নয়টা। বৃষ্টি হলে প্রস্তুতি হিসাবে মসজিদের ভেতরে দুটি ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছে। সেই হিসাবে প্রথম জামাত হবে সকাল আটটা ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়।

ব্রুকলিনে বায়তুল জান্না জামে মসজিদ অ্যান্ড মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে ব্রুকলিনের ৫৬৯ মাকডোনাল্ড অ্যাভিনিউ সিটিতে খোলা রাস্তায় ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টি না হলে সেখানে ঈদের জামাত হবে একটি। এটি হতে পারে সকাল নয়টায়। বৃষ্টি হলে ঈদের জামাত হবে পরপর ছয়টি। এ ক্ষেত্রে নামাজ শুরু হবে সকাল সাড়ে ছয়টায়। এরপর প্রতি আধঘণ্টা পরপর ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে খোলা আকাশের নিচে ঈদুল ফিতরের বিশাল জামাত অনুষ্ঠিত হবে। এটি হবে পিএস ১০৬ স্কুলের প্লে গ্রাউন্ডে। নামাজের সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে আটটায়। যারা নামাজ পড়তে আসবেন, তাদের জায়নামাজ নিয়ে আসতে হবে। মহিলাদের জন্য ঈদের জামাতের ব্যবস্থা রয়েছে। বৃষ্টি হলে ঈদের জামাত অনুষ্ঠিত হবে তিনটি। সেই ক্ষেত্রে জামাত হবে সকাল আটটা, পৌনে নয়টা এবং সোয়া নয়টায়।
উডসাইডের বায়তুল জান্না জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে দুটি। ৬২ স্ট্রিট এর খোলা রাস্তায় বিশেষ ব্যবস্থায় ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় পরের জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়।

ওজন পার্কের বড় জামাত অনুষ্ঠিত হবে আল আমান মসজিদে। এছাড়াও ওজনপার্কের ফুলতলী জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে বেশিরভাগ মসজিদে চলতি বছরে সকাল আটটা থেকে সকাল নয়টায় জামাতের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। কিছু কিছু মসিজেদ সকাল সাতটায় প্রথম জামাত এর সময় নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সব প্রস্তুতি রয়েছে ঈদের নামাজ মসজিদের ভেতরে করার। সেই ক্ষেত্রে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। জ্যাকসন হাইটসে আলনূর ইসলামিক সেন্টার, আল নূর ইসলমিক সেন্টার শরীয়া বোর্ড নিউইয়র্ক, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, পার্কচেস্টার জামে মসজিদ, বাংলা বাজার জামে মসজিদ, বাংলাদেশ মুসলিম সেন্টার, মোহাম্মদী সেন্টার, দারুস সালাম, দারুল উলম, ইকনা মসজিদের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্ন এলাকার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

You may also like

Leave a Comment

Muktochinta

Multochinta is a famous news media from New York. 

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

All Right Reserved. 2022 emuktochinta.com