Home Featured ডিস্ট্রিক্ট লিডার নির্বাচন : অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-২৪

ডিস্ট্রিক্ট লিডার নির্বাচন : অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-২৪

শাহ নেওয়াজ’র প্রতি কমিউনিটির সর্বস্তরের মানুষের সমর্থন

Mukto Chinta
0 comment 433 views

মুক্তচিন্তা ডেস্ক : বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি লিডার শাহ নেওয়াজ নিউইয়র্কের আসন্ন ডেমোক্র্যাট দলীয় প্রাইমারী নির্বাচনে ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪এ থেকে ডিষ্ট্রিক্ট লীডার পদে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন।উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে গত ১০ মার্চ সন্ধ্যায় শাহ নেওয়াজের বন্ধুরা ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক ভোটার এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। আগামী ২৮ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে।


স্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪ থেকে ডিষ্ট্রিক্ট লীডার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী, নিউইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ এবং গোল্ডেন এজ হোম কেয়ার-এর কর্ণধার, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট লায়ন শাহ নেওয়াজ-এর সমর্থনে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে আগত সবাই শাহ নেওয়াজকে ভোট দিয়ে নির্বাচিত করার অঙ্গিকার করেন। ফ্রেন্ডস ফর শাহ নেওয়াজ-এর ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে মূলধারা এবং কমিউনিটির বহু নেতা-কর্মি উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র


বক্তারা শাহ নেওয়াজকে কমিউনিটির বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, শাহ নেওয়াজ দীর্ঘদিন ধরে কমিউনিটির পাশে আছেন। তিনি কমিউনিটিকে অনেক কিছু দিয়েছেন, এখন তাকে কমিউনিটির পক্ষ থেকে কিছু দেয়ার সময় এসেছে। বক্তারা বলেন, মূলধারার রাজনীতিতে বাংলাদেশী কমিউনিটি এগিয়ে চলেছে। কমিউনিটির এই চলার পথে নেতৃত্ব দিতে শাহ নেওয়াজ-এর মতো যোগ্য নেতার প্রয়োজন।


অনুষ্ঠানে শাহ নেওয়াজ তার বক্তব্যে নিউইয়র্ক সিটির আগামী নির্বাচনে বাংলাদেশী-আমেরিকান প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া এবং অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪-কে সুন্দর, শান্তিময় এলাকা হিসেবে গড়ে তুলতে তাকে নির্বাচিত করার আহবান জানান। তিনি বলেন, যদিও এই দায়িত্ব পালন সহজ নয়, তবে অসম্ভবও নয়। তার মতে এটা একটা চ্যালেঞ্জিং নির্বাচন।

এই নির্বাচন পুরো কমিউিনিটির স্বার্থে একতাবদ্ধ থাকার উপলক্ষ। সবার সহযোগিতা পেলে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
নিউইয়র্ক ষ্টেট আ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩৫ এর অ্যাসেম্বলী মেম্বার পদপ্রার্থী ও সাবেক ষ্টেট সিনেটর হাইরাম মানসেরাত, অ্যাম্বেলীম্যান পদপ্রার্থী এটর্নী এলবার্ট বালডিও সহ মূলধারার বিপুল সংখ্যক নেতা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাকে সমর্থন জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, আগা সালেহ, ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, কমিউনিটি নেতা নাসির আলী খান পল, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার, আব্দুর রহীম হওলাদার, কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী ও আহসান হাবীব, বাংলাদেশী-আমেরিকান লায়ন্স ক্লাব নিউইয়র্ক-এর সভাপতি লায়ন আহসান হাবীব, বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ নিশান রহীম, জেবিবিএ’র একাংশের সাধারণ সম্পাদক তারেক হাসান খান, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ফিরোজ আলম, মাকসুদুল হক চৌধুরী, জে মোল্লা সানি, এএফ মিসবাহউজ্জামান, সৈয়দ রাব্বী, শো টাইম মিউজিক-এর কর্ণধার আলমগীর খান আলম, সাংবাদিক ও কমিউনিটি এ্যাক্টিভিস্ট বেলাল আহমেদ, সঙ্গীত শিল্পী সেলিম ইব্রাহীম, শেখ গালিব রহমান প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহ নেওয়াজ’র কন্যা সাদিয়া নেওয়াজ জারিন। স্বাগত বক্তব্য রাখেন শাহ নেওয়াজ-এর নির্বাচন পরিচালনা কমিটির ক্যাম্পেইন ডিরেক্টর জেনারেল আব্দুর রশীদ। অনুষ্ঠানে কোরআণ তেলাওয়াত করেন আইটিভির প্রধান নির্বাহী মোহাম্মদ শহীদুল্লাহ। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশরাফুল হাসান বুলবুল ও দিমা নেফারতিতি।


অনুষ্ঠানের শুরুতে জেবিবিএ’র সভাপতি হারুণ ভ‚ইয়া, সহ-সভাপতি মোহাম্মদ আলম নমী, সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, বারী হোম কেয়ারের প্রধান নির্বাহী আসেফ বারী টুটুল, মোহাম্মেদ হাসান জিলানীসহ অন্যরা শাহ নেওয়াজের সাথে সৌজন্য সাক্ষাত করে তাকে সমর্থন জানান।
মূলপর্ব শেষে সঙ্গীত পরিবেশন করেন রিজিয়া পারভীন, চন্দন চৌধুরী, রানো নেওয়াজ, শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, শামীম সিদ্দিকী, চন্দ্রা রায়, ফারজানা ইয়াসমীন তুলি, অনিক রাজ। সঙ্গীতপর্ব উপস্থাপনা করেন বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা রায়। অনুষ্ঠানের শুরুতেই প্রার্থী শাহ নেওয়াজের জন্য ফান্ড রেইজিংয়ের আয়োজন করা হয়। এ সময় শাহ নেওয়াজ-এর সামাজিক ও মূলধারায় কর্মকান্ড ডিজিটাল মনিটরে প্রদর্শন করা হয়।

You may also like

Leave a Comment

Muktochinta

Multochinta is a famous news media from New York. 

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

All Right Reserved. 2022 emuktochinta.com