Home 3rd Featured জেপি মরগানের মুনাফা ৫২ শতাংশ বেড়েছে

জেপি মরগানের মুনাফা ৫২ শতাংশ বেড়েছে

Mukto Chinta
0 comment 490 views

আমেরিকাভিত্তিক বহুজাতিক বিনিয়োগকারী ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান জেপি মরগান চেজ অ্যান্ড কোম্পানির চলতি বছরের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৫২ শতাংশ। ব্যাংক খাতের অস্থিরতার মধ্যেও প্রতিষ্ঠানটির সুদের হার বৃদ্ধি ও গ্রাহক ঋণের পরিমাণ বেড়েছে।

গত মাসে সিলিকন ভ্যালি এবং সিগনেচার ব্যাংকের পতনের পর জেপি মরগান চেজের আমানত উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এতে প্রতিষ্ঠানটি গ্রাহক ও মূলধনের পরিমাণ বেড়েছে।

জেপি মরগান সম্পদের দিক বিবেচনায় ব্যাংকটির লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৬২ কোটি ডলার। যার পরিমাণ এক বছর আগেও ছিল ৮২৮ কোটি ডলার। এ ছাড়াও ব্যাংকটি শেয়ারপ্রতি লাভ হয়েছে ৪ ডলার ১০ সেন্ট। যার পরিমাণ এক বছর আগে ছিল ২ ডলার ৬৩ সেন্ট। যা বিশ্লেষকদের প্রত্যাশিত আয়ের চাইতে অনেক বেশি।

এদিকে সুদের হারের বৃদ্ধির ফলে ব্যাংকটি সবচাইতে বেশি মুনাফা পেয়েছে। এই প্রান্তিকে ব্যাংকটির নিট সুদ থেকে আয় হয়েছে ২ হাজার ৮০ কোটি ডলার। যা গত বছরের তুলনায় ৪৯ শতাংশ বেশি। এ ছাড়াও মার্চ শেষে ব্যাংকে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার কোটি ডলার।

সূত্র : আল-জাজিরা

You may also like

Leave a Comment

Muktochinta

Multochinta is a famous news media from New York. 

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

All Right Reserved. 2022 emuktochinta.com