Home Featured আয় কমেছে জো-জিল বাইডেনের

আয় কমেছে জো-জিল বাইডেনের

Mukto Chinta
0 comment 495 views

২০২১ সালের তুলনায় ২০২২ সালে কমেছে যুক্তরাষ্ট্রের ফার্স্ট কাপল জো বাইডেন-জিল বাইডেন দম্পতির আর্থিক সম্পদের পরিমাণ। ১৯ এপ্রিল ২০২২ সালের আয়কর রিটার্ন সম্পর্কিত নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস, সেখান থেকেই পাওয়া গেছে এ তথ্য।

হোয়াইট হাউসের প্রকাশিত নথি অনুযায়ী, ২০২২ সালে বাইডেনের মোট উপার্জন ছিল ৫ লাখ ৭৯ হাজার ৫১৪ ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ১৫ লাখ ৯ হাজার ৬১৫ টাকা। তার আগের বছর, ২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট আয় করেছিলেন মোট ৬ লাখ ১০ হাজার ৭০২ ডলার,বাংলাদেশি মুদ্রায় যা ৬ কোটি ৪৮ লাখ ১৯ হাজার ৯১০ দশমিক ২৮ টাকা।

অর্থাৎ, ২০২১ সাল থেকে ২০২২ সাল— এক বছরে বাইডেনের উপার্জন হ্রাস পেয়েছে ৩১ হাজার ২১৮ ডলার, বা ৩২ লাখ ২৯ হাজার ২৯৫ টাকা।

যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস প্রেসিডেন্ট জো বাইডেনের বাৎসরিক বেতন ৪ লাখ ডলার বা ৪ কোটি ২৪ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে। ২০২১ সালের জানুয়ারি প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেই বেতনই নিচ্ছেন তিনি।

অন্যদিকে ফার্স্ট লেডি জিল বাইডেন ব্যক্তিগত জীবনে শিক্ষকতা পেশায় যুক্ত। নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটি কলেজ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ান তিনি। ২০২২ সালে তার মোট উপার্জন ছিল ৮২ হাজার ৩৩৫ ডলার বা ৮৭ লাখ ৩৯ হাজার ৩৬ টাকা।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে জিল বাইডেনই প্রথম ফার্স্ট লেডি, যিনি হোয়াইট হাউসে বসবাস ও সরকারি দায়-দায়িত্ব পালনের পাশাপাশি অন্য কোনো পেশায় যুক্ত আছেন।

হোয়াইট হাউসের নথি বলছে, ২০২২ সালে এই দম্পতি নিজেদের সম্পদের ওপর ফেডারেল ইনকাম ট্যাক্স বা রাষ্ট্রীয় আয়কর দিয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬১৮ ডলার যা শতকরা হিসেবে এই দম্পতির এক বছরের আয়ের ২৩ দশমিক আট শতাংশ। গত বছর এই করের পরিমাণ ছিল ২৫ শতাংশ।

এছাড়া যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য ডেলাওয়্যার এবং দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য ভার্জিনিয়ায় বাড়ি ও কিছু ভূ-সম্পত্তি আছে জিল-জো বাইডেন দম্পতির। এসব স্থাবর সম্পত্তি বাবদ আলাদা আয়করও দিয়েছেন তারা। ডেলাওয়্যারের বাড়ি ও ভূ সম্পত্তির জন্য জিল ও জো বাইডেন দম্পতি ২০২২ সালে দিয়েছেন ২৯ হাজার ২৩ ডলার এবং ভার্জিনিয়ায় সম্পত্তির জন্য আয়কর পরিশোধ করেছেন ৩ হাজার ১৩৯ ডলার। ভার্জিনিয়ার সম্পত্তির জন্য আয়কর অবশ্য জিল বাইডেন ব্যক্তিগতভাবে দিয়েছেন।

২০২২ সালে ২০টি দাতব্য সংস্থায় মোট ২০ হাজার ১৮০ ডলার দান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। সবচেয়ে বেশি দান করেছেন বিউ বাইডেন ফাউন্ডেশন নামের একটি সংস্থায়— ৫ হাজার ডলার।

বিউ বাইডেন ছিলেন জো বাইডেনের প্রথম সন্তান। তার প্রথম স্ত্রী নেইলি হান্টারের ঘরে জন্ম হয় বিউ’র। ২০১৫ সালে ক্যান্সারে মৃত্যু হয় বাইডেনের এই ছেলের।

বিউ’র মৃত্যুর পর বিউ বাইডেন ফাউন্ডেশন গড়ে তোলেন জিল-জো বাইডেন দম্পতি। সংস্থাটি শিশু অধিকার সুরক্ষা ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করে থাকে।

প্রেসিডেন্ট ও ফার্স্ট কাপলের আয়কর বিবরণী ও সম্পদের পরিমাণ প্রকাশ করা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও প্রশাসনিক ঐতিহ্য। তবে বাইডেনের পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্প তাতে ব্যাঘাত ঘটিয়েছিলেন। নিজের শাসন মেয়াদে কখনও আয়কর বিবরণী প্রকাশ করেননি তিনি।

জো বাইডেন ফের সেই ঐতিহ্যের পথে ফেরালেন যুক্তরাষ্ট্রকে।

You may also like

Leave a Comment

Muktochinta

Multochinta is a famous news media from New York. 

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

All Right Reserved. 2022 emuktochinta.com