Home কমিউনিটি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠাই অন্যতম লক্ষ্য

ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠাই অন্যতম লক্ষ্য

‘মুনা’র কোনো রাজনৈতিক পরিচয় নেই’

Mukto Chinta
0 comment 43 views

মুক্তচিন্তা রিপোর্ট: মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) কোনো রাজনৈতিক সংগঠন না। কোনো রাজনৈতিক দলের সমর্থকও না। মুনা নর্থ আমেরিকায় তাদের কার্যক্রম পরিচালনা করে কেবলমাত্র ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা করার জন্য। যুক্তরাষ্ট্রের ৪০টি স্টেটসহ উত্তর আমেরিকায় বিভিন্ন স্থানে বাংলাদেশী-আমেরিকান নতুন প্রজন্মের কাছে ইসলামের ইতিবাচক দিকগুলো তুলে ধরার পাশাপাশি সামাজিক উন্নয়নেও ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে মুনা। গত সোমবার বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস সেন্টারে সাংবাদিকদের সম্মানে আয়োজিত মুনা’র বার্ষিক ইফতার মাহফিলে এসব কথা বলেন, সংগঠনের প্রেসিডেন্ট হারুন অর রশীদ। মুনার জাতীয় প্রেসিডেন্ট হারুন অর রশীদের সভাপতিত্বে প্রচারনা বিভাগের প্রধান আব্দুল্লাহ আল আরিফের সঞ্চালনায় ও  মমিনুল ইসলাম মজুমদারের  পরিচালনায় উপস্থিত সাংবাদিকরা মুনা সম্পর্কে তাদের মনোভাব তুলে ধরেন।


মুনার প্রচারনা বিভাগের প্রধান আব্দুল্লাহ আল আরিফ তার শুভেচ্ছা বক্তব্যে উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা জনকল্যাণে যে কাজ শুরু করেছি তা সাংবাদিকদের সহযোগিতা ছাড়া পরিপূর্ণভাবে শেষ করা সম্ভব নয়। আমরা আশা করি, বরাবরের মতোই সংবাদকর্মিরা মুনা’র প্রতি, মুনার আদর্শ বাস্তবায়নের জন্য তাদের সহযোগিতার হাত সব সময়ই প্রসারিত রাখবেন। তিনি বলেন, আজকের কমিউনিটি বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। তাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।


আব্দুল্লাহ আল আরিফের আমন্ত্রণে উপস্থিত সাংবাদিকরা সংক্ষিপ্ত মতবিনিময়ে অংশ নেন। মুনা’র কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডাঃ ওয়াজেদ এ খান, এখন সময় পত্রিকার সম্পাদক কাজী সামসুল হক, প্রবীন সাংবাদিক জয়নাল আবেদীন,  অনলাইন নিউইয়র্ক কাগজের সম্পাদক  মনোয়ারুল ইসলাম, সাপ্তাহিক মুক্তচিন্তা’র সম্পাদক ফরিদ আলম, নবযুগ পত্রিকার সম্পাদক শাহাবুদ্দিন সাগর, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, চ্যানেল টিভি’র সিইও শিবলী চৌধুরী কয়েস, সাংবাদিক মাহাথির ফারুকী ও এমসি টিভির  সৌরভ। এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, টাইম টিভি’র পরিচালক ইলিয়াস খসরু, এটিএন বাংলার কানু দত্ত, প্রথম আলোর  মনজুরুল ইসলাম, সাংবাদিক এমদাদুল হক দীপু  প্রমুখ।

সাংবাদিকরা যুক্তরাষ্ট্রব্যাপী মুনার সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডের প্রশংসা করে বলেন, মুনা কেবল ধর্মীয় মূল্যবোধ গড়ে তুলতেই কাজ করছে না-এর পাশপাশি সামাজিক, শিক্ষা ও মানসিক চিন্তার বিকাশে যেসব কার্যক্রম চালাচ্ছে তাও প্রশংসার দাবি রাখে। সাংবাদিক বক্তারা বলেন, অনেক ক্ষেত্রে মুনা’র কার্যক্রম নিয়ে নানা ধরণের বিরুপ মন্তব্য করে থাকে। বিশেষ করে মুনা কোনো একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করে কিনা সে বিষয়ে প্রধান অতিথির বক্তব্য প্রত্যাশা করেন। তা ছাড়া মুনা আরও যে সব কার্যক্রম উত্তর আমেরিকায় চালাচ্ছে সে সব বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেন সাংবাদিকরা।


জবাবে, প্রধান অতিথি সংগঠনের প্রেসিডেন্ট হারুন অর রশীদ বলেন, মুনা কখনোই কোনো রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলো না এবং নেই। কোনো রাজনৈতিক দলের সাথে তাদের সম্পৃক্ত হবার কোনো আকাঙ্খাও নেই। তিনি বলেন, মুনা নিউইয়র্ক স্টেট কর্তৃক নিবন্ধিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। ৪০টি স্টেটে তাদের শাখা রয়েছে। অসংখ্য সদস্য রয়েছে। এটি পুরোপুরি একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠান। তারা কেবল ধর্মীয় এবং সামাজিক কল্যাণমূলক কাজেই তাদের অর্থ, শ্রম এবং সময় ব্যয় করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে তারা অতি সম্প্রতি প্রায় একলাখ পবিত্র কোরআন তুলে দিয়েছেন। এর মধ্যে রয়েছে, বাংলা, ইংরেজি, স্প্যানিশ ও চায়নীজ ভাষায় মূদ্রিক পবিত্র কোরআন শরীফ, যা পাঠ করে লাখো মানুষ সুন্দর জীবনের আশা খুঁজে পেয়েছেন। তিনি বলেন, এরই মধ্যে মুনা কর্তৃক পরিচালিত কোরআন শিক্ষার বিশেষ ব্যবস্থা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। করোনা মহামারির সময়  থেকে কমিউনিটিতে ফ্রি খাদ্য বিতরনের যে কর্মসূচি চালু করা হয়েছিলো তা এখনও অব্যাহত আছে বলেও জানান তিনি। নিউইয়র্ক সিটির ১৭টি স্থানে মুনা প্রায় প্রতি সপ্তাহেই বিনামূল্যে খাবার বিতরণ করে যাচ্ছে। তিনি বলেন, মুনা প্রতিষ্ঠিত কোরআন একাডেমী ফর ইয়াং স্কলারস একটি বড় ধরণের কার্যক্রম। যার সুনাম এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। কোরআন শিক্ষার প্রসারে অনেক শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছে। আরও শিক্ষক নিয়োগ করার প্রক্রিয়া চলছে। হারুন অর রশীদ জানান,  ১৮ থেকে ২০ আগস্ট পেনসিলভেনিয়ায় মুনার কনভেনশন অনুষ্ঠিত হবে। তিনি সবাইকে কনভেনশনে অংশ নেয়ার আমন্ত্রণ জানান।


ইফতার মাহফিলে ইমাম মাওলানা দেলোয়ার হোসেনসহ কর্মকর্তারা বক্তব্য রাখেন। মুনার জাতীয় কমিটির সেক্রেটারি আরমান চৌধুরী সংক্ষেপে সমাপনী বক্তব্য রাখেন।

ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি ছিলেন মুনার সাবেক ন্যাশলান প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন, ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী, ন্যাশনাল এ্যাসিষ্টেন্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর আহমেদ আবু ওবায়েদা, মুনা কেন্দ্রীয় মজলিশ শুরা মেম্বার এম এম মাওলা সুজন, মুনা নিউইয়র্ক সাউথ জোন সভাপতি- সাফায়েত হোসেন সাফা, নিউইয়র্ক নর্থ জোন সভাপতি রাশেদুজ্জামান। মত বিনিময় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নায়েব আলী।

You may also like

Leave a Comment

Muktochinta

Multochinta is a famous news media from New York. 

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

All Right Reserved. 2022 emuktochinta.com